WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Saturday, May 22, 2010

সভা

প্রতিবাদ অসহ্য,যতই মিস্টি করে,মৌ্মাছি সুরে,রঙ্গিন মোড়কে পরিবেশিত হোক।
সবাই কিছু না কিছু বলতে চায়, অথচ একাগ্র স্রোতার অভাবে,বক্তার ঊতসাহে ভাঁটার টান।
এই নিরমম ঊদাসীন সংসারে, একমাত্র দেওয়ালেরই কান আছে
অথচ জিভ নেই প্রতিবাদ করার। ক্ষোভ অশান্তি দা্রিদ্র অনটন
আর হাজার বাস্নার নগ্ন হট্টগোলে,আমি ধীরে ধীরে নিড়ল দেয়াল
হয়ে যাই।কোন মিছিল,জন সমাবেশ বা পথ সভায়,আজ আর মানুষ দেখি না-
দেখি কান আর চোখ আঁকা বিরাট দেয়াল-
মঞ্চে কথা বলে ভূরত ময়াল ।

মাল, ২৭।৩।১৯৮৩

No comments:

Post a Comment