WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Monday, May 10, 2010

(মনরে)মিছেই গড়িস আশার আগার।
এ রম্যভুমি দেহ জমি পঞ্চভূতের শূ্ন্য ভাগাড়।
মহামায়া রঙ্গ ভরে, বাসনা বাগান করে,
ভ্রান্তি দোরে পঙ্গু করে রেখেছে বেঁধে নিরন্তর।
কত রঙ বেরঙ্গের মুখোস পরে,অভিনয়ে মুগ্ধ করে
পঙ্ক নীরে রেখেছে তোর,
আপন ভেবে আপনারে,ডুব দে মন আজ্ঞাপুরে,
কুলকুনডলীনির জাগ্রত দ্বারে,হৃদি বৃন্দাবনে বসতি গড়।
শূ্ন্য মাঝে নিরালম্ব, ধূলোমাখা মিথ্যা স্থম্ভ
শক্ত হাতে ফেলরে ভেঙ্গে ,জ্বালিয়ে দে জ্ঞানের আলো,
স্বারথ-মোহের অন্ধকার ,ভয়ে নিমেশে পালিয়ে গেলো
এবার নিরাসক্ত বরম পরে, হওরে সংসার পার।

No comments:

Post a Comment