নিরলিপ্ত প্রশান্তি মাঝারে অপারে যখন নিদ্রামগ্ন,
নীরবতার পশ্মী চাঁদরে ঢাকা সরবাঙ্গ আমার,
ঠিক তখনই সন্দেহের কালো মেঘে অস্ফুট ঝংকার
“ শূন্য দেবালয়ের মত, প্রান হীন দেহ নিয়ে
কি হবে উতসবে মেতে ? অশান্ত পিয়াসী মন,
অন্য-পারের সবুজ অরন্যে হারিয়ে গেছে কখন।“
ক্ষুব্ধ চিতে সজল নয়নে তুলিলাম পাল
কহিলাম, ‘ক্লান্ত ডানা অঞ্চল তলে
ণৈঃশব্দের গভীরে স্বপ্নের শিকড় বিছায়
যার নাম নিমগ্ন প্রেম ।” তবু চলিলাম
ফিরে আসার প্রত্যাশায়। দেখিলাম এপারে,
ছড়ানো উপল প্রান্তর, রক্ত-পিপাসু কৃ্তান্তের মত
ঘিরে আছে চতুরদিক, ঝরা রক্তেও সিক্ত হয় না
একখন্ড জমি, যেখানে নিরভার হয়ে দাঁড়াতে পারি।
বন্ধু! শূন্যতায় ঝুলে থাকা যায় না ।
দেহের ভার তাই মঙ্কে দিয়ে ,আমি রহিলাম একুলে দাঁড়িয়ে।
মাল, ৮।৩।১৯৮৩
Friday, May 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment