চোখের কপাট বন্ধ করে, খোঁজ দেখি মন আপনারে।
চিনে নে তোর প্রিয়জনে, অজানা যে অনাদরে।
মোহ কাজল ভক্তি নীরে, ধূ্যে কেল রে চিরতরে,
শ্যামল-কিশোর যমুনা তীরে,দাঁড়ি্যে আছে বংশী করে।
হৃদি বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে ,প্রণব ধ্বনি সতত গুঞ্জে,
মধুর হাসিতে সকল আঁধার মুছে গেছে, আলো আসিছে আবার,
পিয়াসী-ভ্রমর মন আমার,অমিয় পান করে।
Monday, May 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment