ভিঁজা কাপড়ে কাঁচ মোছার পরে যেমন শুরু থেকে
শুকাতে থাকে, এখাঙ্কার কুয়াশার মেঘ ঠিক উল্টো
নিয়মে কাটতে থাকে- ধীরে –খুব ধীরে । তারপর
থমকে থাকে সমান্তরাল রেখায় পাহাড়ের কোমরে ;
নীচে ফুটে ওঠে তাআআরাভরা আরেকটা আকাশ ;
অবিকল এক ছবি – না-প্রতিচ্ছবি আধিতক্যার বুকে ।
তুলনাহীন অপরুপা , এ বৃত্তের মাঝে –দৃষটি মোর
শুধু ঘুরে মরে, যেন অনন্ত কাল ধরে।
মিলন হোটেল, দারজিলিং, ১৬/৪/১৯৮৩
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment